আলমডাঙ্গায় শিশু অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাজী ফারহান সিফাত নামে ৫ বছরের এক শিশুকে ফিল্মি স্টাইলে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তার মুক্তিপণ হিসেবে শিশুটির বাবার কাছে ১০ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা।
বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলা শহরের কলেজপাড়ার নিজ বাড়ির সামনে থেকে শিশুটিকে অপহরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
তিনি জানিয়েছেন, ঘটনার পর থেকেই শিশু সিফাতকে উদ্ধারে বেশ কয়েকটি টিম কাজ করছে।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুইজন ফিল্মিস্টাইলে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের দুই ঘণ্টা পর অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে শিশুটির বাবা দন্ত চিকিৎসক কাজী সজিবের কাছে ১০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানিয়েছেন, তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশের দুটি টিম মাঠে কাজ করছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
এএইচ/