কাপাসিয়ায় ‘শাহ্জাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একযুগ পূর্তি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ৩ এপ্রিল ২০২১ শনিবার
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারাব গ্রামে শাহ্জাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, মিলাদ মাহফিল, মেধা বৃত্তি প্রদান, বইয়ের মোড়ক উন্মোচন, এতিমখানা মাদরাসা ও ফাউন্ডেশনের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলার বারিষাব ইউনিয়নের স্থানীয় বারাব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাঠে ২ এপ্রিল শুক্রবার সকালে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠান হয়।
বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: মোঃ আমানত হোসেন খান। আলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান।
সংগঠনের সভাপতি মুহাম্মদ ইকবাল হোসাইনের সার্বিক পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহসভাপতি কবি আফিয়া রুবি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শিমুল, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন পাঠান, প্রবাসী ও আবদুল মতিন খসরু কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, মানবতার ঘরের সমন্বয়কারী মোমতাজ উদ্দিন, প্রভাষক জাকির হোসেন, আবদুস সাত্তার শেখ, মোমতাজ উদ্দিন, কবি হেলাল, গাজী মনজুরুল হক, আমির হোসেন তারা মিয়া, ইফফাত জাহান সাফা প্রমূখ।
আরকে//