ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

না খেলেই ৮ কোটি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪ এএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার

শ্রেয়াস আইয়ার

শ্রেয়াস আইয়ার

ইনজুরির কারণে দীর্ঘদিনের জন্য ছিটকে পড়তে হয়েছে মাঠের বাইরে, হাতছাড়া হয়েছে দিল্লী ক্যাপিটালসের অধিনায়কত্বও। এত দুঃসংবাদের মাঝে একটি সুখবরও পেয়েছেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। এবারের আইপিএলে মাঠের বাইরে থেকেও পুরো টাকাটাই পাচ্ছেন তিনি।

গতবারের মতো দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলে এবারও ৭-৮ কোটি টাকা পারিশ্রমিক পেতেন আইয়ার। চোটের কারণে চতুর্দশ আইপিএল থেকে ছিটকে পড়েছেন তিনি। তাতে স্বাভাবিকভাবেই এ মৌসুমের পারিশ্রমিক হাতছাড়া হওয়ার কথা।

কিন্তু ইনজুরিতে পড়া আইয়ারের পারিশ্রমিক কর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লী ক্যাপিটালস। এ আসরে কোনও ম্যাচ খেলতে না পারলেও তাকে পুরো অর্থই দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছে খোদ দিল্লী ক্যাপিটালস কর্তৃপক্ষ।

গত ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে পুনেতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন আইয়ার। এই চোট তাকে ছিটকে দিয়েছে মাঠের বাইরে। আইয়ারের কাঁধের হাড় আংশিক সরে গেছে। যে চোট সারিয়ে মাঠে ফিরতে সময় লাগবে আরও বেশ কিছুদিন। যাতে চলতি ইংল্যান্ড সিরিজের পাশাপাশি অনিশ্চিত হয়ে পড়েছে আইপিএলও।

চোট সারাতে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে যেতে হচ্ছে অস্ত্রোপচার কক্ষে। আগামী ৮ এপ্রিল ভারতেই তার অস্ত্রোপচার সম্পন্ন হবে। এদিকে, আইয়ারের ছিটকে পড়ার কারণে ঋষভ পন্টকে নতুন অধিনায়ক মনোনীত করেছে গতবারের রানার্সআপ দল দিল্লী ক্যাপিট্যালস।

আইয়ার অবশ্য নতুন অধিনায়ককে শুভকামনা জানাতে ভোলেননি। খেলার পাশাপাশি নিজ দলকে মিস করা এই ব্যাটসম্যান বলেন, ‘যখন আমি কাঁধের চোট নিয়ে লড়ছি, তখন আইপিএলের এই মৌসুমের জন্য একজন অধিনায়ক প্রয়োজন। কোনও সন্দেহ নেই, পন্ট এই পদের জন্য সেরা। তাকে শুভকামনা। আমি খুব বাজেভাবে দলকে মিস করব।’

এনএস/