মৌলভীবাজারে দোকান আংশিক খোলা রেখে লকডাউনে ব্যবসা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩২ পিএম, ৫ এপ্রিল ২০২১ সোমবার
মৌলভীবাজারে লকডাউনের প্রথম দিনে বেশ কিছু দোকান আংশিক খোলা রেখে ব্যবসা করতে দেখা যায়। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিমপত্রের কথা বলে বেশ কিছু যানবাহনও চলাচল করে।
বিষয়টি পরিলক্ষিত হলে জেলা ও উপজেলা প্রশাসন মাঠে নামেন। তারা প্রথম দিন কিছুটা শিথিলতা দেখিয়ে শহরে ঘুরতে আসা মানুষদের ফিরিয়ে দেন এবং সতর্ক করেন।
এ ব্যপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লকডাউনে অনেক দোকান মালিক আংশিক খোলা রেখে ব্যবসা করছেন। তাই ব্যবসায়ী সমিতির নেতাদের নিয়ে তিনি মোবাইল কোর্টে বের হন। আগামীকাল থেকে আগে সিভিল টিম টাইমিং করে ছবি ও ভিডিও তুলে আনবে। পরে এই ভিডিও দেখে জরিমানা করা হবে।
জরিমানার আওতায় যানবাহনকেও আনা হবে বলে সতর্ক করেছেন তিনি।
এএইচ/