ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তীর মা হত্যা মামলায় ৫ জনকে ফাঁসি

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ৬ জুন ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:৩৪ পিএম, ৬ জুন ২০১৭ মঙ্গলবার

মানিকগঞ্জে সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তীর মা উমা দেবী হত্যা ও ডাকাতি মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর এই রায় দেন। আসামী ইছাক ভুইয়া, বাচ্চু ও শহিদুলের উপস্থিতিতে বিচারক এ রায় দেন। অন্য দুই আসামী ইমান আলী ও নান্নু মিয়া পলাতক রয়েছে। ২০১০ সালের ৯ আগষ্ট রাতে সিংগাইর পুকুরপাড় এলাকায় উমা দেবীকে তার নিজ বাড়িতে শ্বাসরোধে হত্যা করে ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরদিন উমা দেবীর ছেলে মানবেন্দ্র চক্রবর্তী সিংগাইর থানায় হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।