নাটোরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৬ এপ্রিল ২০২১ মঙ্গলবার
নাটোরে ডাকাতির ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রব্বানী (২৩), মো. মিন্ট (৩৫) ও আরিফ হোসেন (৩২) নামে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে গ্রেফতারকৃতদের হাজির করে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা ডাকাতির ঘটনার বর্ণনা বলেন, চলতি বছরের ১৮ জানুয়ারী রাজশাহীর ধরমপুর গ্রামের আবুল কালাম আজাদ, শিমুল রানা, মো. লিটন ও সানোয়ার একটি অটোরিক্সাযোগে পান ও নগদ টাকা নিয়ে নাটোরের গোকুল নগর পান মোকামে যাচ্ছিলেন। পথে নাটোর শহরের আলাইপুর এলাকায় অজ্ঞাতনামা ৩/৪ জন অটোরিক্সা থামিয়ে তাদের মারধর করে।
এ সময় তারা সানোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে তাদের কাছে থাকা নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই দিনই আবুল কালাম আজাদ বাদি হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথমে সিরাজগঞ্জের তাড়াশ থেকে ডাকাতির সাথে জড়িত অভিযোগে ওয়াজেদ আলীর ছেলে রব্বানীকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে অপর দু'জনকে গাজীপুর জেলার কালিয়াকৈড় থানার চাঁন্দুরা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুইজন হচ্ছে সিংড়া থানার বিলদহর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মিন্টু ও নওগাঁ জেলার বদলগাছি থানার গোবরচোপা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আরিফ হোসেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে, কারাগারে প্রেরণ করা হয়। প্রেস ব্রিফিংএ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কে আই//