ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

‘শিশুবক্তা’ রফিকুল গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার | আপডেট: ০৬:৫২ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাষ্ট্রবিরোধী এবং নানা ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৭ এপ্রিল) তাকে নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্যের কারণে তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রফিকুল ইসলাম ‌‌‌`শিশুবক্তা' হিসেবেই পরিচিত। তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে। সেখান থেকেই তাকে আটক করা হয় বলে জানা গেছে। 

এর আগে, গত ২৫ মার্চ মতিঝিল এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে মিছিল ও ভাঙচুরের সময় রফিকুলকে আটক করেছিল পুলিশ। তবে সেদিন আটকের কয়েক ঘণ্টা পর তাকে ছেড়েও দেয়া হয়েছিল।

এসি