ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নারায়ণগঞ্জে হেফাজত নেতা গ্রেপ্তার

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার | আপডেট: ০৭:৪৭ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে এক নারী সহ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধের জেরে সেখানে তাণ্ডব চালানোর অভিযোগে সংগঠনটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মো. মোস্তফা নামে ৪০ বছর বয়সী এই হেফাজত নেতাকে মঙ্গলবার দিবাগত রাতে সোনারগাঁও উপজেলার বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত মোস্তফা তিনটি মামলার আসামি। দুটি নাশকতার মামলা, অপরটি সাংবাদিকদের হামলার মামলা। তাকে আদালতে পাঠানো হয়েছে।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, পুলিশ গ্রেপ্তারকৃত আসামীকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ন কবিরের আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

আরকে//