ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সাংবাদিক জামাল উদ্দীনের পিতার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩ এএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের ইকোনমিক এডিটর জামাল উদ্দীনের পিতা মো. নজরুল ইসলাম গত মঙ্গলবার মধ্যরাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বুধবার (৭ এপ্রিল) বাদ আসর জানাজার পর নোয়াখালীর বেগমগঞ্জের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

নজরুল ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন নিউমোনিয়াজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেগমগঞ্জের বিভিন্ন স্কুল, মাদ্রাসাসহ নানান সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

জামাল উদ্দীনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিপোর্টার্স ইউনিটের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সভাপতি শারমীন রিনভী ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।

তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এএইচ/এসএ/