ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে শ্বশুরবাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০২ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার ভাটাপুরা গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকালে ইবনে মিজান মুকুল (৫০) নামে এক ব্যক্তির (বীর মুক্তিযোদ্ধার সন্তান) রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ (বৃহস্পতিবার) সকালে রাণীশংকৈল থানার পুলিশ ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করেছে।

মৃত মুকুলের ভাই, বোন ও চাচা লোকজন জানান, মুকুল তার স্ত্রীকে সাথে নিয়ে গতকাল (বুধবার) রাত সাড়ে ৮ টার দিকে  শশুর বাড়িতে বেড়াতে যায়। এরপর রাত সাড়ে ১০ টার দিকে তার শ্বশুর বাড়ি থেকে জানানো হয় মুকুল অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছে। তার হঠাৎ এ মৃত্যুকে তারা রহস্যজনক বলে অভিযোগ করেন।
  
মুকুলের পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, মুকুলকে তার শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে মেরে ফেলেছে। 

আজ (বৃহস্পতিবার) সকালে লাশ দাফনের জন্য সকল প্রস্তুতি ও মাইকিং করা হলেও পরিবারের লোকজনের অভিযোগে লাশের দাফন  কাজ স্থগিত হয়ে যায়।

রাণীশংকৈল থানার (ওসি তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, অভিযোগের প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে।

আরকে//