তানিয়া নুসরাত জামান ব্যাংক এশিয়ার নতুন পরিচালক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৪ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
তানিয়া নুসরাত জামান সম্প্রতি ব্যাংক এশিয়ার পরিচালক মনোনীত হয়েছেন। ১৯৮৭ সালে ইউএনডিপিতে একজন তরুণ পেশাজীবি হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। নিউইয়র্ক, নেপাল এবং ভিয়েতনামে পলিসি এবং প্রোগ্রামিং এ কর্মদক্ষতা অর্জনের পর ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে তিনি ইন্টারন্যাশনাল হেলথ পলিসি প্রোগ্রামে যোগদান করেন।
২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ব্র্যাক, ফিউচার জেনারেশন্স, এইচএলএসপি কনসাল্টিং ইনকর্পোরেশন, ঢাকাস্থ নেদারল্যান্ড দুতাবাস, নিরাপন ইনকর্পোরেশন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর মতো বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা এবং টেকনিক্যাল খাতে মূখ্য দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি জেনারেল এ্যাডভাইজরি সার্ভিস লিমিটেড এর একজন পরিচালক এবং মানব সম্পদ, নিরাপত্তা ও যুব বিষয়ক ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করছেন। মিজ জামান জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং ইয়েল বিশ্ববিদ্যালয় হতে এম.ফিল সম্পন্ন করেন। তিনি মানব সম্পদ বিষয়ে আমেরিকান ম্যানেজমেন্ট এসোসিয়েশন এর সনদপ্রাপ্ত।
আরকে//