আজ দাদাভাইয়ের জন্মবার্ষিকী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৯ এপ্রিল ২০২১ শুক্রবার | আপডেট: ১১:৫৮ এএম, ৯ এপ্রিল ২০২১ শুক্রবার
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও শিশুসংগঠক রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের ৯৬তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯২৫ সালের আজকের এই দিনে রাজবাড়ী জেলার পাংশায় জন্মগ্রহণ করেন।
রোকনুজ্জামান খান কলকাতার দৈনিক ইত্তেহাদ, শিশু সওগাত এবং ঢাকার দৈনিক মিল্লাত পত্রিকায় সাংবাদিকতা করেছেন। ১৯৫৫ সালে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগ দেন এবং ‘দাদাভাই’ ছদ্মনামে শিশুদের পাতা ‘কচি-কাঁচার আসর’ সম্পাদনা শুরু করেন। আমৃত্যু তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। এ থেকেই তিনি ‘দাদাভাই’ নামে দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন। রোকনুজ্জামান খান অনেক কবিতা ও ছড়া লিখেছেন।
দাদাভাইয়ের বড় অবদান ‘কচি-কাঁচার মেলা’ নামে জাতীয় শিশুসংগঠন প্রতিষ্ঠা। তিনি সৃজনশীল ও সাংগঠনিক কর্মের পুরস্কারস্বরূপ বাংলা একাডেমি, শিশু একাডেমি, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯৭ সালের ৩ ডিসেম্বর তিনি মারা যান।
এসএ/