টাঙ্গাইলে ইয়াবাসহ নারী গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১০ এপ্রিল ২০২১ শনিবার
টাঙ্গাইলে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘদিন যাবৎ সে মধুপুরসহ বিভিন্ন থানায় মাদক সরবরাহ করে আসছিল।
শনিবার (১০ এপ্রিল) ভোরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বোয়ালী আদালতপাড়া থেকে তাছলিমা বেগম নামে এই নারীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানাধীন বোয়ালী আদালতপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৪৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে মোছাঃ তাছলিমা বেগম (৩৬)কে গ্রেফতার করা হয়। র্যাব-১২ ও সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে।
জিজ্ঞাসাবাদ ধৃত আসামী জানায়, দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল জেলার মধুপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য সরবরাহ করে আসছিল সে।
ধৃত তাছলিমা বেগম বোয়ালী আদালতপাড়ার মোঃ আলমগীর হোসেনের স্ত্রী। উদ্ধারকৃত ইয়াবার মূল্য অনুমানিক ১ লাখ ৩২ হাজার টাকা।
আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
এএইচ/