ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

কঠোর লকডাউনে বন্ধ থাকবে সব আন্তর্জাতিক ফ্লাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮ পিএম, ১১ এপ্রিল ২০২১ রবিবার | আপডেট: ১২:০০ এএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া ৭ দিনের লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি বন্ধ থাকবে আন্তর্জাতিক ফ্লাইটও। রবিবার (১১ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আগামী ১৪ থেকে ২০ এপ্রিল বাংলাদেশ থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে না। এই সময়ে দেশের বাইরে থেকেও কোনো ফ্লাইট দেশে আসতে পারবে না।’

ফলে লকডাইন চলাকালিন ওই সাত দিনে বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশে যাওয়া-আসা একেবারেই বন্ধ থাকবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে সরকার। অপরদিকে এয়ারলাইন্সগুলোকে এ সিদ্ধান্ত জানাতে নোটিস জারি করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক সূত্র জানায়, চার্টার্ড ফ্লাইট, কার্গো ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ অনুমতিপ্রাপ্ত ফ্লাইট চলাচল এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে। এছাড়া দেশের ভেতরে ফ্লাইট চলাচল বন্ধ ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

এসি