ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ভ্রাম্যমাণ কেন্দ্রে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

দেশব্যাপী করোনার মহামারী পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ প্রোটিন নিশ্চিতকরণে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী হরিপুরে ভ্রাম্যমাণ কেন্দ্রে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস মাংস বিক্রি শুরু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার কালিগঞ্জ বাজারে এমন একটি কেন্দ্রের উদ্বোধন করেন, হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম। 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুবর্ণা রাণী চৌধুরীসহ দুগ্ধ, হাঁস ও মুরগীর খামারীগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচি প্রাথমিক ভাবে ৪৫ দিনের জন্য শুরু করা হয়েছে। প্রতিদিন ভ্রাম্যমাণ গাড়িটি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দুধ প্রতি লিটার ৫০ টাকা, ডিম প্রতিপিস ৬ টাকা ৫০ পয়সা ও সোনালী মুরগী প্রতি কেজি ২৫০ টাকা মুল্যে বিক্রি করবে। এর আগে রবিবার দুপুরে জেলা প্রশাসক ড. কার্যালয় চত্বরে একই কার্যক্রমের উদ্বোধন করেন।

আরকে//