করোনায় মারা গেলেন সিকৃবির অধ্যাপক ড. মাহফুজুল হক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১১ পিএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার
প্রফেসর ড. এ এইচ এম মাহফুজুল হক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচ এম মাহফুজুল হক শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ২টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন।
করোনা আক্রান্ত হওয়ার পর ড. এ এইচ এম মাহফুজুল হককে ভর্তি করা হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে আজ আড়াইটায় পাড়ি জমান না ফেরার দেশে তিনি।
গত মাসে ড. মাহফুজ তাঁর স্ত্রীকে হারিয়েছেন। তাঁর স্ত্রী ইশরাত জাহান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ছিলেন।
ড. মাহফুজের মরদেহ মঙ্গলবার সিকৃবি ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। সিকৃবির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বাদ আসর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
ড. মাহফুজের এই মৃত্যুতে সিকৃবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শোকপ্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
কেআই//