বিজিএমইএর দায়িত্ব নিয়েছে নতুন কমিটি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৪ এএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার | আপডেট: ১১:৩৪ এএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার
রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নবনির্বাচিত কমিটি মঙ্গলবার দায়িত্বভার গ্রহণ করেছে।
বিদায়ী পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম নবনির্বাচিত সভাপতি ফারুক হাসানের নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।
নতুন কমিটি ২০২১-২৩ মেয়াদে বিজিএমইএ পরিচালনা করবে।
নতুন পর্ষদের কর্মকর্তারা হলেন-সভাপতি জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান, প্রথম সহসভাপতি ওয়েল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওয়েল ডিজাইনারস লিমিটেডের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সিহা ডিজাইন লিমিটেডের চেয়ারম্যান এস এম মান্নান (কচি), সহসভাপতি ক্ল্যাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীদুল্লাহ আজিম এবং সহসভাপতি (অর্থ) ডিজাইনটেক্স নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম।
নবনির্বাচিত পর্ষদের অন্যান্য কর্মকর্তারা হলেন-মিসামী গার্মেন্টস লিমিটেডের পরিচালক মিরান আলী, সাদমা ফ্যাশন ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছির উদ্দিন এবং এইচকেসি অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রকিবুল আলম চৌধুরী।
সূত্র : বাসস
এসএ/