আপন জুয়েলার্সের জব্দ করা সোনা ও হীরা ফেরত দেয়ার দাবি
প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৭ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০৭:৪৫ পিএম, ৭ জুন ২০১৭ বুধবার
৪৮ ঘন্টার মধ্যে আপন জুয়েলার্সের জব্দ করা সোনা ও হীরা ফেরত দেয়ার দাবি জানিয়েছে জুয়েলার্স সমিতি। অন্যথায় আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে সংগঠনটি।
আপন জুয়েলার্সের সোনা ও হীরা জব্দ করার সাম্প্রতিক ঘটনা নিয়ে বুধবার বিকেলে এই সংবাদ সম্মেলন করে জুয়েলার্স সমিতি। এ সময় আপন জুয়েলার্সের জব্দ করা সোনা ও হীরা ফেরত দেওয়া এবং সোনা আমদানির নীতিমালা করার দাবি জানান সংগঠনের নেতারা। সেসময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের অপসারণ দাবি করেন তারা।