ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রাজধানীর শাহবাগে জমে উঠেছে ইফতারের বাজার

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ৭ জুন ২০১৭ বুধবার | আপডেট: ০৭:৫১ পিএম, ৭ জুন ২০১৭ বুধবার

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জমে উঠেছে ইফতারের  বাজার। প্রতিদিন ইফতারের সময় নবীন-প্রবীন কবি সহিত্যিক, ছাত্র, শিক্ষক, ডাক্তারসহ বিভিন্ন পেশাজীবীরা এখানে আসেন ইফতার কিনতে। বিক্রেতারা জানালে অল্প দামে মান সম্মত ইফতার তুলে দিচ্ছেন তারা, ক্রেতারাও খুশি ভাল মানের ইফতার পেয়ে।  
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি প্রেমীদের আবেগ-ভালবাসা, স্মৃতি ও সৃজনশীলতার সুতিকাগার হিসেবে পরিচিত শাহবাগের আজিজ সুপার মার্কেট।
রমযানেও থেমে নেই আজিজ মার্কেট এলাকার প্রাণচঞ্চলতা। দুপুর গড়িয়ে বিকেল নামতেই শুরু হয় মনোহরি ইফতারের বেচা-বিক্রি।
ছোলা পিয়াজুর পাশাপাশি এখানে তৈরী হচ্ছে চিকেন সাসলিক, চিকেন পাবদা, রেশমি জিলাপী, চিকেন পাবদা, চিকেন শর্মা, হালিম সহ নানা রকম কাবাব।
দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও এখানকার খাবারের মান নিয়ে ক্রেতা বিক্রেতারা একই সুরে কথা বললেন।