ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রামেক হাসপাতালে করোনায় মৃত্যু ৮

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনাক্রান্ত পাঁচজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা যান। এই খবর নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালের আইসিইউসহ করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

ডা. সাইফুল ফেরদৌস বলেন, মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১১২ জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী ৫৯ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫৩ জন। 

রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান জানান, রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলায় ৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৩, নওগাঁয় একজন, জয়পুরহাটে ১ জন, বগুড়ায় ৩৮ জন, সিরাজগঞ্জ ৩৩ জন ও পাবনায় ১৪ জন। 

এএইচ/