নষ্ট হয়ে যাচ্ছে মৌলভীবাজারের অর্ধশতাধিক বাগানের চা পাতা
প্রকাশিত : ১০:৫১ এএম, ৮ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:০৮ পিএম, ৮ জুন ২০১৭ বৃহস্পতিবার
অনাবৃষ্টি, অতিবৃষ্টি আর মেঘলা আবহাওয়ার কারনে নষ্ট হয়ে যাচ্ছে মৌলভীবাজারের অর্ধশতাধিক বাগানের চা পাতা। ফলে ভরা মৌসুমেও চা পাতা না পেয়ে হতাশ মালিক ও শ্রমিকরা। গত বছরের তুলনায় বাগানগুলোতে কমেছে প্রায় ৩০ শতাংশ উৎপাদন। এ রোগ থেকে উত্তোরনে সঠিক প্রক্রিয়া মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ চা গবেষনা কেন্দ্র।
এখন চা পাতা তোলার ভরা মৌসুম। যে সময় একজন শ্রমিকের দিনে ৬০ থেকে ৭০ কেজি পাতা তোলার কথা, সেসময় তুলছেন মাত্র ১০ থেকে ১২ কেজি পাতা। আর কোন কোন এলাকায় পাতা তোলা পুরোপুরিই বন্ধ রয়েছে।
শ্রমিকরা জানান, বাগানে মশা আর লাল মাকরশার কারণে গজাতে পারছে না নতুন কুড়ি। যেগুলো আছে সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।
এ বিষয়ে চা সংসদের সিলেট ব্রান্স চেয়ারম্যান জানান, বৃষ্টি ছাড়া চা উৎপাদন যেমন অসম্ভব, তেমনি অতি বৃষ্টিও চায়ের জন্য ক্ষতিকর।
আর বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের পরিচালক মনে করেন, নিয়ম মেনে পরিচর্যা করলে ও আবহাওয়া অনকুলে থাকলে এ ঘাটতি পুষিয়ে উঠা সম্ভব।
দেশের চাহিদা অনুযায়ী চায়ের লক্ষমাত্রা অর্জনে সংশ্লিষ্টদের সতর্ক ও যতœবান হওয়ার আহবান তাদের।