ভ্যাকসিনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রবিবার
করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নেয়ার পরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান ভ্যাকসিন শতভাগ কার্যকর না হলেও যে কোন সংক্রমণে হার্ড ইমিউনিটি তৈরি করতে সক্ষম। প্রথম ডোজ টিকার পর ৮-১২ সপ্তাহ বিরতি দিয়ে দ্বিতীয় ডোজ প্রয়োগ করা উচিত বলেও বলছেন বিশেষজ্ঞরা। আর, সামাজিক সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনে নির্ভরশীলতার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ তাদের।
করোনা সংক্রমণ সনাক্ত হওয়ার প্রায় ১ বছর পর ভ্যাকসিন হাতে পায় বাংলাদেশ। ৮০ লাখ নিবন্ধনের মধ্যে এ বছর ফেব্রুয়ারিতে প্রথম দফায় টিকা নিয়েছে ৫৬ লাখ ৭৬ হাজার ৩১৩ জন। ৮ সপ্তাহের ব্যবধানে টিকার দ্বিতীয় ডোজ চলছে ৮ এপ্রিল থেকে।
কার্যকারিতা নিয়ে বিতর্ক থাকলেও গবেষকরা উৎসাহিত করছেন টিকা গ্রহণে। এস্ট্রাজেনেকার ইউরোপীয় ভার্সন, ফাইজার কিংবা কোভি শিল্ডের টিকার কার্যকারিতার দিক থেকে পার্থক্য আছে। তবে টিকাগুলো অ্যান্টিবডি কিংবা টি-সেল তৈরি করতে পারছে, সময় লাগছে অন্তত ২ সপ্তাহ। অ্যান্টিবডি করোনাভাইরাসকে দেহকোষে প্রবেশ করতে দেয় না বা আক্রান্ত কোষগুলো মেরে ফেলে।
গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে দুই ডোজ টিকার মধ্যে ৮ থেকে ১২ সপ্তাহ ব্যবধান থাকা উচিত। বিশেষজ্ঞদের মতে, ভালো ফল পেতে সময় নেয়া উচিত আরও বেশি।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, প্রথম ডোজ নেয়ার তিন সপ্তাহ পর ৩০ থেকে ৪০ শতাংশ প্রতিরোধ তৈরি হবে। দ্বিতীয় ডোজ নেয়ার তিন সপ্তাহ পরে আনুমানিক ৮০ শতাংশের ক্ষেত্রে প্রতিরোধ তৈরি হবে, শতভাগ হবে না। অতএব, ভ্যাকসিন প্রথম ডোজ নেয়ার পর তো বটেই দ্বিতীয় ডোজ নেয়ার পর আমাদের কোন সুযোগ নেই কোন রকমের শিথিলতা দেখানোর। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।
ভ্যাকসিন শতভাগ কার্যকর না হলেও, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে বলছেন বিশেষজ্ঞরা।
অধ্যাপক ড. মামুন আল মাহতাব আরও বলেন, এই ভ্যাকসিন যদি আপনাকে-আমাকে শতভাগ প্রতিরোধকও যদি দেয় মনে রাখতে হবে হাতে-মুখে-নাকে ভাইরাসগুলো ছড়িয়ে থাকতে পারে। তা দিয়ে আমাদের সমাজকে তো বটেই আমাদের নিকটজনদেরকেও সংক্রমিত করে ফেলতে পারি।
টিকার প্রথম ডোজ গ্রহণ করে স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরার কারণে সংক্রমণ ঝুঁকি বেড়েছে বলেও মনে করেন স্বাস্থ্য ব্যবস্থাপকরা।
অধ্যাপক ড. মামুন আল মাহতাব বলেন, প্রথম ডোজ নেয়ার পরেই তারা মনে করেছে তাদের কাজটি হয়ে গেছে। তারা পার্টিতে গেছে, তারা সামাজিকতা করেছে।
ভিডিও-
এএইচ/