ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪,   আষাঢ় ১৬ ১৪৩১

উত্তর কোরিয়া কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে

প্রকাশিত : ০২:২২ পিএম, ৮ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৫:১১ পিএম, ৮ জুন ২০১৭ বৃহস্পতিবার

আবারও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়া জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ভূমি থেকে জাহাজে নিক্ষেপণযোগ্য। উত্তর কোরীয় উপকূলীয় শহর উনসান থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো ২০০ কিলোমিটার দূরে গিয়ে ভূপাতিত হয়। সর্বশেষ ২৯ মে একই এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি। ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা রয়েছে। তবে উত্তর কোরিয়া এসব নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।