চাকরি হারালেন মরিনহো
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:০২ পিএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার
আরও একবার চাকরি হারালেন পর্তুগিজ কোচ জোসে মরিনহো। এবারে লন্ডনের ক্লাব টটেনহ্যাম হটসপার থেকে বিদায় নিলেন নিজেকে 'স্পেশাল ওয়ান' বলে দাবি করা মরিনহো।
মাত্র ১৭ মাস ক্লাবটির দায়িত্বে ছিলেন তিনি। মরিনহোর অধীনে শেষ ম্যাচে এভারটনের সাথে ২-২ গোলে ড্র করে টটেনহ্যাম হটসপার। এখন টটেনহ্যাম লিগ টেবিলে আছে সাত নম্বরে। ৩২ ম্যাচের মধ্যে ১০টিতেই হেরেছে ক্লাবটি।
গত মৌসুমে মরিনহোর দল ইংলিশ প্রিমিয়ার লিগের ছয় নম্বরে ছিল। পরিসংখ্যান বলছে, টটেনহ্যামের মতো খারাপ সময় মরিনহো এর আগে কখনোই পার করেননি। এই প্রথম মরিনহোর অধীনে কোনো দল এক মৌসুমে ১০টি লিগ ম্যাচ হেরেছে।
পোর্তো, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও চেলসিতে নিজের প্রথম দফা কোচিয়ের সময়ও মরিনহো এত ম্যাচ হারেননি, যত ম্যাচ এই দেড় বছরে হেরেছেন তিনি। সামনের সপ্তাহেই টটেনহ্যাম কারাবাও কাপ ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
এখন পর্যন্ত মরিনহো যে ১৩টি ফাইনাল ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন, তার মধ্যে ১১টিতেই জয় পেয়েছেন। টটেনহ্যাম শেষবার ২০০৮ সালে কোনও শিরোপা জেতে।
২০১৯ সালের নভেম্বর মাসে মরিনহো যোগ দেন টটেনহ্যাম হটসপারে। এর আগে ক্লাবটির কোচ ছিলেন আর্জেন্টাইন মরিসিয়ো পচেত্তিনো।
এসি