ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

দক্ষিণ আফ্রিকাকে বৃষ্টি আইনে হারিয়েছে পাকিস্তান

প্রকাশিত : ০২:২৭ পিএম, ৮ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৫:১৭ পিএম, ৮ জুন ২০১৭ বৃহস্পতিবার

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকাকে বৃষ্টি আইনে ১৯ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাচিয়ে রাখলো পাকিস্তান।
বার্মিংহ্যামের এজবাস্টনে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ওপেনার ডি কক ৩৩, ক্রিস মরিস ২৮ ও হাশিম আমলা আউট হন ২৬ রানে। পাকিস্তানের হয়ে ৩ টি উইকেট নিয়েছেন হাসান আলি। আর ২টি করে পেয়েছেন জুনায়েদ খান ও ইমাদ ওয়াসিম। ২২০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে পাক বাহিনী। ২৭ ওভারে ৩ উইকেটে ১১৯ রানের সময় বৃষ্টি হানা দেয়। শেষ বৃষ্টির কারণে খেলা মাঠে না হলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৯ রানে জয়ী হয় পাকিস্তান।