আরও ৯১ জনের প্রাণ গেল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২০ এপ্রিল ২০২১ মঙ্গলবার
করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ৯১ জনের প্রাণ গেল। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ১০ হাজার ৫৮৮ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৫৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন।
মঙ্গলবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১১ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬ লাখ ২৮ হাজার ১১১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৭৯৬টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৫৬টি। এখন পর্যন্ত ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধিদফতর থেকে আরও জানানো হয়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৬ দশমিক ৮৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৬ দশমিক ৩১ শতাংশ। আর মৃত্যু হয়েছে ১ দশমিক ৪৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৫৮ জন পুরুষ এবং নারী ৩৩ জন। এখন পর্যন্ত পুরুষ ৭ হাজার ৮২৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭৬১ জন।
এসি