ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেনের ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ২০ এপ্রিল ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৯:৪৩ পিএম, ২০ এপ্রিল ২০২১ মঙ্গলবার

আবদুল বাতেন

আবদুল বাতেন

চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল বাতেন (৬৭) ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। গত ১৪ এপ্রিল সকাল সাড়ে ৬টায় বন্দর কলোনী বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু গুণগ্রাহী, আত্মীয়স্বজন রেখে গেছেন। চাকরি জীবনে সততা ও নিষ্টার জন্য তিনি বহুবার পুরষ্কৃত হন।

কুমিল্লার মনোহরগঞ্জের আশীরপাড় হাইস্কুল মাঠে জানাজা শেষে বাদ আছর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। ১৬ এপ্রিল মরহুমের রুহের মাগফেরাত কামনায় গ্রামের বাড়ীতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

উল্লেখ্য, মরহুম আবদুল বাতেন কুমিল্লা মনোহরগঞ্জের আশীরপাড় গ্রামের বাসিন্দা মৌলভী আবদুল মতিনের মেঝো ছেলে এবং সাংবাদিক ও কলামিষ্ট এম এস দোহার ভগ্নিপতি।
কেআই//