ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

ভারতে করোনা সংক্রমণে বিশ্বরেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাত দিনেরও কম সময়ে এক লাখ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমিত হলেন ৩ লাখ ১৫ হাজার ৮০২ জন। এক সপ্তাহের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ থেকে বেড়ে ৩ লাখের গন্ডি পার করল। আর গত ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ২ হাজার ১০৪ জন।  

পরিস্থিতি বেগতিক দেখে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। কোথাও লাইট কার্ফু, কোথাও আংশিক লকডাউন। খোদ দিল্লিতে জারি হয়েছে লকডাউন। বৃহস্পতিবার সকালের হিসেব অনুযায়ী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০৬। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৫৭ হাজার ৫৩৮। সুস্থ হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ০৩৯ জন। এখনও পর্যন্ত দেশে করোনার শিকার হয়ে মারা গেছেন ১ লাখ ৮২ হাজার ৫৫৩ জন।

দেশের ৫ রাজ্যের করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। গতবারের মতো এবারও আক্রান্তের সংখ্যার শীর্ষে রয়েছে মরারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ২৭ হাজার ৮২৭ জন, কেরলে ১১ লাখ ৯৭ হাজার ৩০১, কর্ণটাকে ১১ লাখ ০৯ হাজার ৬৫০, তামিলনাড়ুতে ৯ লাখ ৬২ হাজার ৯৫৩, অন্ধ্রপ্রদেশে এখনও পর্যন্ত আক্রান্ত ৯ লাখ ৪২ হাজার ১৩৫ জন। আজ সম্ভবত সন্ধেতেই লকডাউন ঘোষণা করতে পারেন উদ্ধব ঠাকরে।

অন্যদিকে, পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে দিল্লির পরিস্থিতি। অরবিন্দ কেজরিওয়ালেরা রাজ্যে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬৩৮ জন। মৃত্যু হয়েছে ২৪৯ জনের।  
সূত্র : জি নিউজ
এসএ/