ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ময়মনসিংহের মুক্তাগাছায় দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ৮ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০৯ পিএম, ৮ জুন ২০১৭ বৃহস্পতিবার

ময়মনসিংহের মুক্তাগাছায় আধিপত্য বিস্তার ও জাল ডলার ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। গুরুতর আহত ২ জনকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। তাদেরকে আটক করেছে পুলিশ। 

বিজয়পুর গ্রামের বাসিন্দা, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও বিএনপি কর্মী ময়েজউদ্দিন পরিবারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারসহ জাল ডলার ব্যবসা নিয়ে বিরোধ ছিল আগে থেকেই। বুধবার রাতে শাহাজাহান নামে এক ডলার ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় নজরুলকে দোষারূপ করে ময়েজ গ্র“প। এ নিয়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে নজরুল ও ময়েজকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে রক্তক্ষয়ী এ সংঘর্ষের ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশী গ্রেফতারের ভয়ে পুরুষশূন্য হয়ে পড়েছে বিজয়পুর।
পূর্ব বিরোধের জেরেই এই সংঘর্ষ ও হত্যাকাণ্ড বলে জানায় পুলিশ।
নিহত আওয়ামী লীগ নেতা নজরুলের নামে ৮টি ও বিএনপি কর্মী ময়েজউদ্দিনের নামে জাল ডলার ব্যবসা ও বনের গাছ চুরির একাধিক মামলা রয়েছে।