ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

করুনার সেঞ্চুরি, উইকেটের খোঁজে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১ এএম, ২৪ এপ্রিল ২০২১ শনিবার | আপডেট: ০১:০৩ পিএম, ২৪ এপ্রিল ২০২১ শনিবার

সেঞ্চুরি হাঁকালেন দিমুথ করুনারত্নে

সেঞ্চুরি হাঁকালেন দিমুথ করুনারত্নে

প্রায় আড়াই দিন ব্যাট করে ৫৪১ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ। মোমিনুলদের রান পাহাড়ের জবাবটা ভালোই দিচ্ছে শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টাতেই সেঞ্চুরি পূরণ করেছেন স্বাগতিক অধিনায়ক দিমুথ করুনারত্নে। অন্যদিকে উইকেটের খোঁজে বাংলাদেশের বোলাররা।

আগের দিনের ৩ উইকেটে ২২৯ রান নিয়ে আজ শনিবার ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দিনের ১২তম ওভারেই নিজের ১১তম টেস্ট শতক পূরণ করেন ৮৫ রান নিয়ে খেলতে নামা করুনারত্নে। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে লঙ্কান অধিনায়ক বল খেলেন ২৪৭টি, চার মারেন ৮টি। পরে অবশ্য আরও ৬টি চার মেরে অপরাজিত আছেন ১৩৯ রানে।

অন্যপ্রান্তে ৭৪ রানে অপরাজিত আছেন ২৬ রান নিয়ে খেলতে নামা ধনাঞ্জয়া ডি সিলভা। এ দুজনের চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত রান উঠেছে ১৪১টি। যাতে ৪২ ওভার ধরে উইকেটের খোঁজে সফরকারী বোলাররা। লাঞ্চ বিরতি পর্যন্ত ১০৪ ওভার খেলা শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৩৩১।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার পড়া তিনটি উইকেট ভাগ করে নিয়ে সফল হয়েছেন মিরাজ, তাসকিন ও তাইজুল। অন্যদিকে ১৫ ও ১০ ওভার করে বল করেও উইকেটহীন এবাদত ও আবু জায়েদ।  

এনএস/