ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

পুড়ে গেল লাউয়াছড়ার দুই একর গাছপালা

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ২৪ এপ্রিল ২০২১ শনিবার

মৌলভীবাজারের লাউয়াছড়া প্রাকৃতিক বনে রহস্যজনক আগুনে পুড়ে গেছে প্রায় দুই একর নেচারাল বনের গাছপালা। কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩ঘন্টা কাজ করে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রনে। তবে শর্তকর্তা সেখানে সার্বক্ষনিক নজরদারী জোরদার রাখা হয়েছে।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ জানায়, বেলা সাড়ে ১২টার দিকে লাউয়াছড়া জাতীয়  উদ্যানের হীড বাংলাদেশের পাশের একটি টিলায় বনের ভিতর থেকে ধোয়া দেখে  লোকজন তাদের খবরদেয়।  খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার লাইনের (ফায়ার রুট) কাজ শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।  বাতাসের কারনে আগুন দ্রুত ছড়িয়ে যায়। আশে পাশে পানিরও তেমন ব্যবস্থা ছিলো না। তাই আগুন নিয়ন্ত্রনে আনেতে সময় লাগে। প্রায় দুই একর জায়গা তারা ফায়ার রুট করে বাশ ও বেত বাগানকে রক্ষা করেন।

তারা জানান, সকালে পশু খাদ্যের জন্য ফলদ বৃক্ষ রোপনের উদ্দেশ্যে ওই এলাকায় স্টুডেন্ট ডরমেটরির পাশে  কাজ করছিলো শ্রমিকরা। তবে কি কারনে আগুন লেগেছে তা তারা এখনও নিশ্চিত হতে পারেননি।

কি কারনে আগুন লেগেছে এবং কি পরিমান ক্ষতি হয়েছে তা  তদন্ত করে বের করা হবে বলে জানায় বন বিভাগ। 

আরকে//