ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: দগ্ধ নারী শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০২:০৬ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার | আপডেট: ০২:১৫ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার

নারায়ণগঞ্জের তল্লা জামাই বাজার এলাকায় তিনতলা বাড়ির গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধ পোশাক কারখানার শ্রমিক আলেয়া বেগমের (৩৮) মৃত্যু হয়েছে। 

সোমবার (২৬ এপ্রিল) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।

নারায়ণণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান, বিস্ফোরণে দগ্ধ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই নারীর লাশ দাফন করতে সরকারিভাবে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। অন্যদের চিকিৎসার সহযোগিতা করা হচ্ছে।  

গত শুক্রবার তল্লা জামাই বাজার তিনতলা ভবনে গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুটি পরিবারের ১১ জন দগ্ধ হন। তাদের মধ্যে শিশুসহ পাঁচ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অন্যদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়া তিতাস গ্যাস কর্তৃপক্ষ পৃথক আরেকটি তিন সদস্যের তদন্ত কমিটি করেছে।

এএইচ/