ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

স্যার ফজলে হাসান আবেদের জন্মবার্ষিকী আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮ এএম, ২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের ৮৫তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ২৭ এপ্রিল হবিগঞ্জের বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ২০১৯ সালের ২০ ডিসেম্বর তিনি মারা যান। 

যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার অঙ্গীকারে স্যার আবেদ প্রতিষ্ঠা করেছিলেন ব্র্যাক। তার সুদক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি হয়ে ওঠে পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের ১০ কোটির বেশি মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।

ফজলে হাসান আবেদ পাবনা জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ব্রিটেনের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে নেভাল আর্কিটেকচার বিষয়ে পড়াশোনা করেন। ১৯৬২ সালে লন্ডনে অ্যাকাউন্ট্যান্সি বিষয়ে পড়াশোনা করেন এবং কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হন।

স্যার আবেদ ৩৬ বছর বয়সে, ১৯৭২ সালে তদানীন্তন সিলেট জেলায় একটি ক্ষুদ্র ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প হিসেবে ব্র্যাক প্রতিষ্ঠা করেন। বহু বিস্তৃত কার্যক্রমের মধ্য দিয়ে এটি বিশ্বের অন্যতম কার্যকরী বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে।

১৯৮০ সালে ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া স্যার আবেদ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। তার মধ্যে রয়েছে বিশ্ব খাদ্য পুরস্কার এবং লিও টলস্টয় ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল।

করোনা পরিস্থিতিতে এই গুণী মানুষের জন্মদিনে আড়ম্বর কোনো আয়োজন নেই।
এসএ/