রংপুর মেডিকেলে ডায়ালাইসিস মেশিন বিকল, ১৮ রোগীর মৃত্যু (ভিডিও)
রংপুর বিভাগীয় প্রতিনিধি
প্রকাশিত : ০১:১২ পিএম, ২৮ এপ্রিল ২০২১ বুধবার
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস বিভাগের পানি বিশুদ্ধকরণ ও ডায়ালাইসিস মেশিন বিকল। ফলে বন্ধ রয়েছে কিডনী রোগীদের ডায়ালাইসিস। প্রায় তিন সপ্তাহ ডায়ালাইসিস করতে না পারায় এরইমধ্যে মারা গেছে ১৮ জন কিডনী রোগী।
গত ৮ এপ্রিল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটটি পুরোপুরি বন্ধ রয়েছে। ইউনিটের টেকনিশিয়ান জানান, ডায়ালাইসিস করতে প্রতি রোগীর জন্য ১শ’ ৮০ লিটার পিউরিফাইড পানির প্রয়োজন হয়। মেশিন ছাড়া ডায়ালাইসিস করা সম্ভব নয়। কিন্তু মেশিন দুটি পুরোপুরি বিকল হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন রোগিরা।
ডায়ালাইসিস বিভাগের ইনচার্জ জানান, মেশিন নষ্ট থাকায় এরইমধ্যে ১৮ জন কিডনী রোগী বিনা চিকিৎসায় মারা গেছেন।
রোগী ও রোগীর স্বজনরা জানান, বাইরে করাতে হয়েছে, সেখানে টাকা বেশি লাগে। প্রথমে ১৩-১৪ হাজার লেগেছে, এখন ৩ হাজার টাকা লাগে প্রতি ডায়ালাইসিসে।
ডায়ালাইসিস বিভাগের টেকনিশিয়ান, ইনচার্জ ও নার্সরা বলেন, এপ্রিল মাসের ৮ তারিখ থেকে পুরোদমে অকেজো। সেই কারণে এখন রোগীদের ডায়ালাইসিস দিতে পারছি না, আপাতত বন্ধ আছে। দূর-দূরান্ত থেকে রোগী আসছেন কিন্তু তারা ডায়ালাইসিস করাতে পারছেন না। ডায়ালাইসিস না পাওয়ায় অনেক রোগী মারা গেছেন।
এদিকে দুটি মেশিন নষ্ট হয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন নেফ্রোলজি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ আনিসুজ্জামান বলেন, যেহেতু হচ্ছে না, সেহেতু ডায়ালাইসিস রোগীরা ভর্তি থাকতে পারছেন না এবং আমরা সেই সাসেশন দিতে পারছি না।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. রেয়াজুল করিমের সাথে দেখা করতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি।
দেখুন ভিডিও :
এএইচ/ এসএ/