ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

শ্রীমঙ্গলে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ২৮ এপ্রিল ২০২১ বুধবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বল্প খরচে বুরো ধান কেটে কৃষকের ঘরে তুলে দিতে সরকার ও এক প্রবাসীর অর্থায়নে মাঠে নামানো হয়েছে কম্বাইন হারভেস্টার মেশিন।

বুধবার সন্ধা ৬টায় শ্রীমঙ্গলে মেসার্স খায়রুল এগ্রোফার্মের পরিচালক বিকুল চক্রবর্তীর কাছে এ মেশিন হস্তান্তর করেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি। 

এসময় আরও উপস্থিত ছিলেন, আলীম ইন্ডাস্টিজ এর টেরিটরি কর্মকর্তা মিয়া আবুল আদনান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোমা পাল প্রমূখ। 

বিকুল চক্রবর্তী জানান, বুরো মৌসুমে ধান কাটা শ্রমিক সংকটে ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় বছরই বুরো ফসল নষ্ট হয়ে যায়। তাই কৃষিবান্ধব লন্ডন প্রবাসী খায়রুল ইসলামের সহায়তায় নিয়ে এবং সরকারের ৭০% প্রনোদনায় এই মেশিনটি তিনি নেন। তিনি জানান, এ মেশিন দিয়ে সাশ্রয়ী মূল্যে কৃষকের ধান কেটে দিবেন। 
 
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি জানান, কৃষিবান্ধব এক প্রবাসীর সহায়তা নিয়ে চলমান বুরো ধান কাটার সময়ে বিকুল চক্রবর্তীর নেয়া এ প্রণোদনার এ কম্বাইন হারভেস্টার মেশিনটি কৃষকদের উপকারে আসেবে।
কেআই//