ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন্সশিপ থেকে অবসর নিবেন উসাইন বোল্ট

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ৯ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩৭ পিএম, ৯ জুন ২০১৭ শুক্রবার

চলতি মৌসুমে লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন্সশিপ থেকে অবসর নিবেন কিংবদন্তী স্প্রিন্টার উসাইন বোল্ট।
শুক্রবার জ্যামাইকাতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এই বছর আগস্টে লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন্সশিপ। এর আগে ৮টি অলিম্পিক স্বর্ণ জয় করে রেকর্ড গড়েছেন উসাইন বোল্ট। টানা তিনটি অলিম্পিক গেমসে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন এই জ্যামাইকান। ৩১ বছর বয়সী এই অ্যাথলেটের প্রত্যাশা লন্ডনেও সাফল্য দিয়ে অবসরে যাবেন তিনি।