সিরাজগঞ্জে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত ২১
প্রকাশিত : ০১:১৭ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০৭:৩৭ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার
সিরাজগঞ্জে আবারো ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স। ৭দিনে দুই গ্রামে ৪ শিশুসহ ২১ জন এই রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসকরা বলছেন, সচেতনতার অভাবে এ জেলায় বারবার অ্যানথ্রাক্সেরও প্রার্দুভাব হচ্ছে। তবে, আতংকিত না হবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে, অ্যানথ্রাক্সে আক্রান্ত গরুর মাংশ বিক্রির দায়ে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কালিয়াকৈড় গ্রামের সেরাজুল, অসুস্থ গরু জবাই করে কম দামে বিক্রি করেন মাংশ। যারা সেই মাংশ কেটেছেন, খেছেন মাংস তারা সবাই এখন অ্যানথ্রাক্সে আক্রান্ত।
আক্রান্তদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। ভুগছেন জ্বর- ব্যথায়।
অভিযান চালিয়ে সেরাজুলকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এলাকায় কাজ করছে মেডিকেল টিম। দেয়া হচ্ছে প্রতিষেধক।
এছাড়া সচেতনতা বাড়াতে চালানো হচ্ছে প্রচারাভিযান।