ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৮ ১৪৩১

নওগাঁয় দুস্থকে স্বাবলম্বী করতে ১০০ সেলাই মেশিন বিতরন

নওগাঁ প্রতিনিধি: 

প্রকাশিত : ০৯:২২ পিএম, ২ মে ২০২১ রবিবার

নওগাঁয় অসহায় দুস্থ নারীদের স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার লক্ষে ১শত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে শহরের টাইম স্কয়ার কমিউনিটি সেন্টারে ইথেন এন্টারপ্রাইজের স্বাত্বাধিকারী ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল নিজস্ব তহবিল থেকে এই সেলাই মেসিন বিতরণ করা হয়। 

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন। 

এসময় উপস্থিত ছিলেন ইথেন এন্টারপ্রাইজের স্বাত্বাধিকারী ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, চেম্বারের পরিচালক আব্দুল খালেক ও দিপক কুমার সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীসহ অন্যান্যরা। উল্লেখ্য যে,গত ৫ বছর ধরে ইকবাল শাহরিয়ার রাসেল রোজার সময় এসব সেলাই মেশিন বিতরন করে আসছেন।

আরকে//