ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

রেখা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৩ মে ২০২১ সোমবার

যশোরের বেনাপোল এলাকার ১৭৫ জন অসহায় এবং দু:স্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘রেখা ফাউন্ডেশন’। কোভিড-১৯ মহামারী করোনাকালীন সময়ে সমগ্র দেশ জুড়ে চলছে লকডাউন কর্মসূচি। এ সময়ে দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলো পড়ে বিপাকে। এই মানুষগুলোর কথা চিন্তা করেই সংগঠনটির এই উদ্যোগ।

সোমবার (৩ মে) সকালে পৌর এলাকার দূর্গাপুর রোডে ‘রেখা ফাউন্ডেশনের’ কার্যালয় থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আশরাফুল আলম উজ্জল এ সামগ্রী বিতরণ করেন।

প্রত্যেক পরিবারকে সেমাই, চিনি, সুজি, লাচ্ছা সেমাই, গুড়া দুধ, নুডলস, তেল, বাদাম, কিসমিস, ডালডা, কুলসি সরবত পাউডার এবং সাবান প্রদান করা হয়।

ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল আলম উজ্জল বলেন, করোনাকালীন সময়ে লকডাউন থাকায় সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই প্রয়াস। দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে আমার এই প্রতিষ্ঠান শুরু থেকেই গরীব ও অসহায়দের সাহায্য সহযোগিতা করে আসছে। আশা রাখি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। 
এএইচ/ এসএ/