ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

চিলির সাথে ১-১ গোলে ড্র করলো রাশিয়া

প্রকাশিত : ০২:০০ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০২:০৯ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে চিলির সাথে ১-১ গোলে ড্র করলো রাশিয়া।
প্রতিদ্ব্ন্দ্বীতামূলক খেলায় শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দু’দল। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধের প্রথমে এগিয়ে যায় ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪ নম্বরে থাকা চিলি। ৫৬ মিনিটে গোলটি করেন মিডফিল্ডার মারিসিও ইজলা। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে রাশিয়া। ৬৭ মিনিটে ডিফেন্ডর ভিক্টর ভাসিন গোল করে দলকে সমতায় ফিরান। নির্ধারিত সময় শেষে আর গোল না হলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।