ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল
প্রকাশিত : ০২:০২ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০২:০৬ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার
ফেঞ্চ ওপেন টেনিসের ফাইনালে উঠলেন নয়বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।
অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমকে সরাসরি সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন প্রতিযোগীতার রেকর্ড চ্যাম্পিয়ন্ নাদাল। থিয়েমের বিপক্ষে জয় পেয়েছেন ৩-০ ব্যবধানে। প্রথম সেটে ৬-৩ গেমে জয় নিয়ে এগিয়ে যান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাদাল। পিছিয়ে পরে দ্বিতীয় সেটের শুরুতে প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুললেও দ্বিতীয় সেটেও ৬-৪ গেমে হেরে যান থিয়েম। তৃতীয় রাউন্ডের খেলায় ৬-০ গেমে জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন এই স্প্যানিশ টেনিস তারকা। ফাইনালে তাঁর প্রতিপক্ষ সুইস তারকা স্ট্যান ওয়ারিঙ্কা।