নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে টাইগারাদের প্রশংসা
প্রকাশিত : ০২:০৪ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০২:০৬ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রশংসার বন্যায় ভেসেছে টাইগারা। আর সাবেক ক্রিকেটারদের কাছ থেকে টুইটারে অভিনন্দিত হয়েছেন সাকিব ও মাহমুদউল্লাহ।
বিবিসির শিরোনাম করেছে, “চ্যাম্পিয়ন্স ট্রফি, নিউজিল্যান্ডকে হারাতে বাংলাদেশ রেকর্ড করলো”। এছাড়া, ইংল্যান্ডের গার্ডিয়ান, পাকিস্তানের ডন , ভারতের এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে বাংলাদেশের জয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেন ওয়ার্ন, ব্রেন্ডন ম্যাককালাম, মার্ক বাউচার, কুমার সাঙ্গাকারা ও সাকলাইন মুশতাকসহ অনেকেই টাইগারদের অভিন্দন জানিয়েছেন। শেন ওয়ার্ন অবশ্য বাংলাদেশকে অভিনন্দন জানানোর সঙ্গে অস্ট্রেলিয়াকেও জানিয়েছেন শুভকামনা। আর কিউদের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বাংলাদেশ বাহবা জানিয়ে বলেন, কঠিন চাপে পড়েও সাহসিকতার সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে তারা।