ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

সেনা কল্যাণ সংস্থায় চাকরির সুযোগ

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৫৪ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার

নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেনা কল্যাণ সংস্থা। প্রতিষ্ঠানটিতে ‘সাব অ্যাসিস্টেন্ট বা অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল)’ পদে এই স্থায়ী এবং চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে পর্যাপ্ত অভিজ্ঞতাসহ উক্ত বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া অটোক্যাড, থ্রিডি ডিজাইন বা ড্রয়িংয়ে ব্যবহারিক জ্ঞানসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া

ই-মেইল করার মাধ্যমে জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করা যাবে। ই-মেইল করার ঠিকানা ‘[email protected]’। আবেদন করার সুযোগ থাকছে ১৫ জুন, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন: