ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আইপিএল শেষ করার ব্যাপারে আশাবাদী সৌরভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫১ এএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার

সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী

মহামারী করোনার ভয়াবহ থাবায় মাঝপথেই স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। তবে এরইমাঝে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ২৯টি ম্যাচ, এখনও বাকী রয়েছে ৩১টি। টুর্নামেন্টের বাকী অংশ পুন:রায় কবে নাগাদ শুরু হবে তা এখনও নিশ্চিত নয়। তবে বাকী ম্যাচগুলো আয়োজনের ব্যাপারে আশাবাদী বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় সংবাদ মাধ্যমকে গাঙ্গুলী জানান, বাধ্য হয়ে মাঝপথেই টুর্নামেন্ট স্থগিত করতে হয়েছে। তবে সুযোগ করে টুর্নামেন্টের বাকী অংশ সম্পন্ন করা হবে।

সৌরভ বলেন, ‘আমরা সবাই মিলে এই প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিলাম। কিন্তু একাধিক ক্রিকেটার ভাইরাসে আক্রান্ত হবার কারণে আইপিএল মাঝপথে থামিয়ে দিতে হলো। আসলে এটা তো খুব সংক্রামক ব্যাধি। তাই আর ঝুঁকি নেয়া হলো না। কারণ সবকিছুর ঊর্ধ্বে সকলের স্বাস্থ্যবিধির দিকে নজর দিতে হবে।’

বিসিসিআই সভাপতি আরও বলেন, ‘আইপিএল পুন:রায় শুরু করার সুযোগ এখনও আছে। যদি পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে বছরের কোনও না কোনও সময় বাকি ম্যাচগুলো আয়োজন করার চেষ্টা করবো। আমরা সেই ভালো সময়ের অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, গত ৯ এপ্রিল থেকে শুরু হয় আইপিএলের চতুর্থদশ আসর।

এনএস/