বিড়ির উপর থেকে অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি
প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০৭:১২ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার
প্রস্তাবিত বাজেটে বিড়ির উপর থেকে অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন, বিড়ি শ্রমিক ফেডারেশন।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত ‘বৈষম্যমূলক শুল্ক নীতির বিরুদ্ধে বিড়ি শ্রমিক প্রতিবাদ সমাবেশে’ বক্তারা এ দাবি জানান। এছাড়া, বিড়ি শিল্প বন্ধ করার ঘোষণা প্রত্যাহার, বিদেশী সিগারেট বন্ধ করা, বিড়ি শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে ষড়যন্ত্র বন্ধ করা এবং প্রতি হাজারে বিড়ি তৈরির মজুরী ৮০ টাকা করার দাবিসহ মোট ৬টি দাবি জানিয়েছে সংগঠনের নেতারা।