ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০৭:১৩ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন স্বারাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, ইমলাম ধর্মে জঙ্গিবাদের স্থান নেই।
জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে উগ্রবাদ- সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ঢালাওভাবে ইসলাম ধর্মালম্বিদের জড়িয়ে ফেলার সমালোচনা করে মন্ত্রী আরো বলেন, বিশ্ব বিভিন্ন দেশে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই চক্রান্ত মোকাবেলায় জঙ্গি তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে আলেম সমাজের প্রতি আহবান জানান মন্ত্রী।