নিজ দলের সদস্যদের কাছে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৬:২৭ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০৭:৪১ পিএম, ১০ জুন ২০১৭ শনিবার
যুক্তরাজ্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে না পারায় নিজ দলের সদস্যদের কাছে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। নতুন সরকার গঠনের ১০ দিনের মধ্যেই ব্রেক্সিট নিয়ে আলোচনা শুরু করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বেক্সিট নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলও। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় পুরনো বেশ কয়েকজনকে বহাল রেখেছেন প্রধানমন্ত্রী।
বেশি সংখ্যক আসন পেয়েও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে না পারায় নিজ দলের সদস্যদের কাছে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ফলাফলের পর এক বক্তৃতায় নতুন সরকার গঠনের ১০ দিনের মধ্যেই ব্রেক্সিট নিয়ে আলোচনা শুরু করা হবে বলেও জানান তিনি।
ব্রেক্সিট নিয়ে দ্রুত আলোচনা শুরু করতে আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলও।
মেক্সিকো সফরকালে সংবাদ সম্মেলনে মার্কেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের অংশ না থাকলেও যুক্তরাজ্য ইউরোপের অংশ।
এরই মধ্যে নতুন মন্ত্রিপরিষদে পুরনো বেশ কয়েকজন মন্ত্রিকে বহাল রেখেছেন প্রধানমন্ত্রী। চ্যান্সেলর হিসেবে ফিলিপ হ্যমন্ড, পররাষ্ট্র সচিব হিসেবে বরিস জনসনকেই পুনরায় রাখা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র সচিব অ্যাম্বার রুড, প্রতিরক্ষা সচিব ডেভিড ডেভিস বহাল রয়েছেন। ব্রেক্সিট সেক্রেটারি হিসেবে ডেভিড ডেভিসকেই রাখা হয়েছে।
ডেমোক্র্যাটিক ইউনিয়ানিস্ট পার্টি- ডিইউপির সাথে ঐক্যবদ্ধ হওয়ার বিরুদ্ধে করা এক পিটিশনে এখন পর্যন্ত তিন লাখেরও বেশি স্বাক্ষর পড়েছে। পিটিশনটিতে থেরেসা মে’র পদত্যাগেরও আহ্বান জানানো হয়েছে।