ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মোংলায় মেট্রোরেলের দ্বিতীয় চালানের খালাস শুরু

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০০ পিএম, ৯ মে ২০২১ রবিবার | আপডেট: ০৪:০১ পিএম, ৯ মে ২০২১ রবিবার

মোংলা বন্দরে খালাস শুরু হয়েছে জাপানের কোবে বন্দর থেকে আসা মেট্রোরেলের দ্বিতীয় চালান। ৪৮টি প্যাকেজে করে আসা এই চালানেও রয়েছে মেট্রোরেলের ছয়টি বগি। আজ রোববার দুপুরে বিদেশি পতকাবাহী ‘এম ভি ওশান গ্রেস’ জাহাজটি বন্দর জেটিতে নোঙ্গর করার পরই এই বগির খালাস পক্রিয়া শুরু হয়। 

দুই থেকে তিন দিন পর নদী পথে এসব পণ্য যাবে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বলেই জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

তিনি বলেন, ‘আজ রোববার মোংলা বন্দরে মেট্রোরেলের বগি নিয়ে আসা এটিই হলো দ্বিতীয় চালান। পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে করে এ বন্দর দিয়ে খালাস হচ্ছে মেট্রোরেলের আরও ১৪৪টি বগি।

দুই সপ্তাহ আগে কাঙ্ক্ষিত মেট্রোরেলের প্রথম কোচ ঢাকায় পৌঁছানোর পর আজ রোববার দুপুর ১টার দিকে মোংলা বন্দরে আসে কোচের দ্বিতীয় চালান। বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিদেশি জাহাজে করে আসা সেই কোচের খালাস শুরু হয় দুপুর ২টায়। 

২৬৭ মেট্রিক টন ওজনের এই পণ্য খালাস শেষ করতে ২৪ ঘণ্টা সময় লাগলেও মূল গন্তব্য উত্তরার দিয়াবাড়িতে। নদী পথে যাবে তিন থেকে চারদিন পর। ২০২২ সালের মধ্যে মোট ২৪টি জাহাজে করে এ বন্দর দিয়ে খালাস হবে মেট্রোরেলের আরও ১৪৪টি বগি। 

এসব তথ্য জানিয়ে বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান, বিশেষ পদ্ধতির কার্গোতে করে এটি ঢাকায় পৌঁছাবে।

রেলওয়ের এ কারগুলো তৈরি করেছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড। আর বাংলাদেশে তা আমদানি করছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল।

এনএস/