৫ টাকায় শতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ছাত্রীরা
ভোলা প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১১ মে ২০২১ মঙ্গলবার
ভোলায় মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত ও সুবিধা বঞ্চিত অসহায় শতাধিক পরিবারের মাঝে স্থানীয় ছাত্রীরা মিলে নাম মাত্র ৫ টাকায় খাদ্য সহায়তা প্রদান করেছে।
মঙ্গলবার (১১ মে) সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে ‘মানবিক উদ্যোগ’ নামে সামাজিক সংগঠনের ব্যানারে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ভোলা প্রেস ক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু ও এসএ টিভির জেলা প্রতিনিধি এ্যাড. সাহাদাত হোসেন শাহিন।
‘মানবিক উদ্যোগ’ নামে এই খাদ্য সহায়তার আয়োজন করেন স্থানীয় ছাত্রী এশা, এলিনসহ তাদের সহপাঠীরা।
এদিকে, খাদ্যসামগ্রী প্রাপ্তরা প্রত্যেকে মাত্র ৫ টাকার বিনিময়ে এই চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান পেয়ে মহাখুশি।
এনএস/