ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সৌদির সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৩ মে ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ১০:১১ এএম, ১৩ মে ২০২১ বৃহস্পতিবার

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামায পড়লেন মৌলভীবাজারের অর্ধশতাধিক পরিবারের মুসল্লী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

নামাযে বিভিন্ন এলাকা আগত নারী ও পুরুষ অংশ নেয়। নামাযে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব, উজান্ডি)। নামাজ শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে মোনাজাত করা হয়। 

আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব, উজান্ডি) অনুসারী হাফেয মাজেদুল হক সজীব জানান, দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন। 

তিনি আরও জানান, নামায শেষে দেশ জাতিসহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত এবং করোনা ভাইরাস থেকে সারা বিশ্ব যেন মুক্তি পায়, সে জন্য মোনাজাত করা হয়। 

এনএস/